ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২২

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের সাথে জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে বিকেল ৪ টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মো. কামারুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু'র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।' দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব।

মতবিনিময়কালে আসন্ন পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো উপলক্ষ্যে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন  উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং পূজা উদযাপন কমিটির প্রতি শেরপুর জেলা পুলিশ বিভিন্ন আহ্বান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর, মোঃ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি